শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:১৪

ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে বিভিন্ন পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৬ জানুয়ারি ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

জানা গেছে, ১২টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সভাপতি পদে আ. মান্নান লস্কর ও মো. কাউছারুল আবেদীন, সহ-সভাপতি পদে মো. শাহ আলম ও মো. মিন্টু মিয়া এবং সম্পাদক পদে মো. বোরহান উদ্দিন ফরাজি, মো. মজিবুর রহমান ও মো. শাহাদাৎ হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়াও সদস্য পদে রহমত উল্লাহ সরকার, শাহআলম বেপারী, মকবুল খান, মো. আলাউদ্দিন, মো. মিজানুর রহমান, নূর মোহাম্মদ খান, মো. শরীফ হোসেন, জাকির হোসেন জুয়েল, শাহআলম বেপারী ও নাজিম হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।

প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম বলেন, সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা থাকবে পর্যাপ্ত। সুষ্ঠু নির্বাচনের জন্যে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচন কমিশনার আবু সাইদ ও মানিক ফরাজি এবং স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি প্রার্থী আ. মান্নান লস্কর বলেন, ছেংগারচর বাজার উন্নয়নে আমি ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে কাজ করবো। বাজারে সিসি ক্যামেরা স্থাপন, সিকিউরিটি গার্ড ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ পরিকল্পিত ও উন্নতশীল বাজার গঠনে আমি অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে বাজারের সকল ব্যবসায়ীর সুখে-দুঃখে পাশে থাকবো। ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের সুযোগ সুবিধামত সকল ব্যবস্থাপনা বাস্তবায়নে আমি কাজ করবো। ছিনতাইকারী, অসাধু মহল প্রতিরোধসহ বাজারে ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে কাজ করবো।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. বোরহান উদ্দিন ফরাজি বলেন, আমি নির্বাচিত হলে ছেংগারচর বাজারের যে প্রধান সমস্যা যানজট সেটা নিরসন করবো। ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সার্বিক নিরাপত্তা এবং কল্যাণমূলক কাজ করবো। ছেংগারচর বাজারকে একটি পরিচ্ছন্ন বাজার গঠনের লক্ষ্যে আমি আন্তরিক ভাবে কাজ করে যাবো। সবাই আমার জন্যে দোয়া করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়