শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:৪৯

দি কার্টার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দি কার্টার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দি কার্টার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) আনন্দমুখর পরিবেশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের।

দিনব্যাপী এ অনুষ্ঠান সকালে শিক্ষার্থীদের উপস্থাপনায় সুশৃঙ্খলভাবে অ্যাসেম্বলি, প্যারেড ও পিটি শো প্রদর্শিত হয়। এরপর পায়রা, বেলুন উড়িয়ে ও মশাল প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনএমসিআই বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদরুল্লাহ আল মনসুর। উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্যেে খেলাধুলায় অংশগ্রহণের বিকল্প নেই। খেলাধুলায় অংশগ্রহণ করলে মন ও লেখাপড়ায় মনোনিবেশ করা সহজ হয়। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়