প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:২০
শাহরাস্তিতে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত
'জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়' এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৬ তম বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা) উদযাপিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুনিয়র গ্রুপ (মাধ্যমিক পর্যায়ে) ও সিনিয়র গ্রুপ (কলেজ পর্যায়ে) প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত। এতে মোট ৬টি কলেজ, ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার শিক্ষার্থীরাসহ মোট ১৯ টি প্রতিষ্ঠান অংশ নেয়। জুনিয়র গ্রুপে প্রকল্প উপস্থাপনে প্রথম স্থান লাভ করে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে মেহার উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান লাভ করে শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয়। বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে সূচীপাড়া উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান লাভ করে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়। বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান লাভ করে সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের হাসান আল মামুন চয়ন, দ্বিতীয় স্থান লাভ করে বিয়াম ল্যাবরেটরী স্কুলের মো. শাহরিন ইমতিয়াজ, তৃতীয় স্থান করে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মো. রুবায়েত হোসেন, চতুর্থ স্হান লাভ করে বিয়াম ল্যাবরেটরী স্কুলের আজমাইন আরাফাত ও পঞ্চম স্থান লাভ করে একই স্কুলের শাহরিয়ার নাফিজ সিয়াম। সিনিয়র গ্রুপে প্রকল্প উপস্থাপনে প্রথম স্থান লাভ করে চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান লাভ করে মেহার ডিগ্রি কলেজ ও তৃতীয় স্থান লাভ করে ভোলদিঘি কামিল মাদ্রাসা। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন সূচীপাড়া উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করেন চিতোষী ডিগ্রি কলেজ ও তৃতীয় স্থান লাভ করেন মেহের ডিগ্রি কলেজ। বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান লাভ করেন সূচীপাড়া ডিগ্রি কলেজের রুপন চন্দ্র দাস, দ্বিতীয় স্থান লাভ করেন একই কলেজের প্রিয়ন্তি চক্রবর্তী, তৃতীয় স্থান লাভ করেন মেহের ডিগ্রি কলেজের আবাবা সুলতানা, চতুর্থ স্থান লাভ করেন সূচীপাড়া ডিগ্রি কলেজের নূর হালিজা ও পঞ্চম স্থান লাভ করেন চিতোষী ডিগ্রি কলেজের হাসনাতুল জান্নাত। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. শাহজাহান, ফারুক আহমেদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সোহেল রানা তালুকদার। বিচার কার্য শেষে ফলাফল ঘোষণা করেন সমাপনী অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ ও চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম।