প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:০৪
কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ বালিকা উবি'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ফরিদগঞ্জের
কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) বিদ্যালয় মাঠে দিনব্যাপি বিভিন্ন গ্রামীণ খেলাধুলার মাধ্যমে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় অধিবেশনে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
বিদ্যালয়ের দাতা সদস্য সফিকুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানিজিং কমিটির সদস্য মজিবুর রহমান দুলাল, নজরুল ইসলাম পাটওয়ারী, মোর্শেদ তপদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার রাউত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাজেদুল ইসলাম পাটওয়ারী, শাহাদাৎ হোসেন টুটুল, ফারুক বেপারী, নাজির আহমেদ হুমায়ুন, ছবুর পাটওয়ারী, আবুল হাসেমসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।