প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৪৫
তারুণ্যের উৎসব : জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
খেলাধুলায় মনোযোগী হলে শিশুরা আর অন্যদিকে যাবে না : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এ প্রতিপাদ্যে চাঁদপুরে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) সকালে চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, এখানে শিশুদের চোখে আনন্দের ঝিলিক দেখে মনটা ভালো হয়ে গেছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই ম্যাসেজটা ছেলে-মেয়েদেরকে দিতে হবে। তাদেরকে খেলাধুলায় মনোযোগী করে তুলতে হবে। খেলাধুলায় থাকলে শিশুরা অন্যদিকে আর যাবে না।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এতোদিন নৈতিক শিক্ষায় ঘাটতি থাকার কারণে দেশ বদলানো যায় নি।
তিনি বলেন, শিক্ষার্থীদের রোল মডেল হচ্ছে শিক্ষকগণ। অতএব আপনাদের কর্তব্য, এসব শিশুকে সেভাবে গড়ে তোলা।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন শিক্ষক ইয়াছমিন সুলতানা ও শাহানারা বেগম। এছাড়া খেলায় যৌথভাবে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক মো. মাহফুজুর রহমান ও লক্ষ্মণ চন্দ্র সরকার।