প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৪২
মেঘনা-ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অভিযানে জাগ উচ্ছেদ ও জাল জব্দ
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত)-এর আওতায় বিশেষ কম্বিং অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৮টি জাগ উচ্ছেদ ও ৩টি মশারি জাল, দশ হাজার মিটার চরঘেরা/বেড়জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মতলব উত্তর উপজেলার কালীপুর ও বেলতলী এলাকার মেঘনা ও ধনাগোদা নদীতে উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট, বেলতলী নৌপুলিশ ফাঁড়ি যৌথ অভিযান পরিচালনা করে জাগ উচ্ছেদ ও জাল জব্দ করেছে। অভিযানে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ও মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস।
বিজয় কুমার দাস বলেন, বিশেষ কম্বিং অভিযানে ৮টি জাগ উচ্ছেদ ও ৩টি মশারি জাল, দশ হাজার মিটার চরঘেরা/ বেড়জাল জব্দ করা হয়েছে। জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।