বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৩৫

বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেলো মতলবের সাদ্দাম হোসেনের

মুহাম্মদ আরিফ বিল্লাহ
বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেলো মতলবের সাদ্দাম হোসেনের

বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ঢাকার নবীনগরে ট্রাক চাপায় প্রাণ গেলো মতলব দক্ষিণ উপজেলার ব্যাটারিচালিত অটোরিক্সাচালক সাদ্দাম হোসেনের। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) দিবাগত গভীর রাতে ঢাকার আশুলিয়া-নবীনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় শামীম সরকার নামে অপর বন্ধু। নিহত সাদ্দাম হোসেন (২২) মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার পদুয়া এলাকার মো. আলমগীর হোসেনের একমাত্র ছেলে। আহত শামীম সরকার পার্শ্ববর্তী হরিদাসপাড়া এলাকার ফারুক সরকারের ছেলে। বর্তমানে শামীম কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার হরিদাসপাড়া গ্রামের মৃত শাহজাহান প্রধানের ছেলে তামিম হোসেন হাবিবের সাথে ঢাকার আশুলিয়া-নবীনগর এলাকায় বেড়াতে যান তার বন্ধু একই এলাকার ফারুক সরকারের ছেলে শামীম সরকার ও পার্শ্ববর্তী পদুয়া এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন। নবীনগর মোড় এলাকায় রাত ২টার দিকে রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায় তাদের। এতে মারাত্মকভাবে আহত হয় সাদ্দাম ও শামীম সরকার। তবে ভাগ্যক্রমে অক্ষত থাকেন তামিম। পরে তামিমসহ স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান সাদ্দাম হোসেন।

নিহত সাদ্দামের বন্ধু তামিম হোসেন হাবিব জানান, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঢাকার আশুলিয়া-নবীনগর এলাকায় আমার বোনের ভাড়া বাড়িতে বেড়াতে যাই সাদ্দাম ও শামীমসহ আমরা তিন বন্ধু। রাত আনুমানিক দুটার দিকে কোনো প্রকার গাড়ি না পেয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম আমরা তিন বন্ধু। এ সময় নবীনগর মোড় এলাকায় গেলে হঠাৎ করে পেছন থেকে একটি ট্রাক আমাদের চাপা দিয়ে চলে যায়। এতে সাদ্দাম ও শামীম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজনসহ আমি তাদেরকে নবীনগর গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যান সাদ্দাম।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সালেহ্ আহাম্মদ বলেন, ঢাকার আশুলিয়া-নবীনগরে সড়ক দুর্ঘটনায় মতলব দক্ষিণ থানার সাদ্দাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আমরা আশুলিয়া থানা পুলিশের সাথে কথা বলেছি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি কোনো অভিযোগ পাওয়া যায়, তবে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়