শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ মে ২০২৪, ০০:০০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একাডেমিক ফি প্রদান বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অনলাইন ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একাডেমিক ফি প্রদান বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

শিক্ষার্থী ও অভিভাবকদের নিরবচ্ছিন্ন ও সহজে একাডেমিক ফি প্রদানের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ১৪ মে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) মমিনুল হক মজুমদার ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাভার শাখার ব্যবস্থাপক এবিএম আলী হায়দার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম মাহাবুবুল হক মজুমদার, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী ও স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, সিনিয়র এক্সিকিইটিভ ভাইস প্রেসিডেন্ট (হেড অব উয়িং ডেভেলপমেন্ট) মোঃ মাকসুদুর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বশির আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে এখন থেকে ড্যাফোডিল ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ একাডেমিক ফিসমূহ নির্ধারিত ক্যাশ ডিপোজিট স্লিপের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যে কোনো শাখা থেকে সরাসরি প্রদান করতে পারবে এবং ইন্টারনেট ব্যাংকিং cell fine App -এর মাধ্যমে ঘরে বসেই একাডেমিক ফি জমা দিতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়