প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নারায়ণপুর পৌর যুবলীগ ও ছাত্রলীগ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ। ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টায় নারায়ণপুর ডিগ্রি কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পৌর যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
নারায়ণপুর পৌর আওয়ামী যুবলীগের পক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পৌর যুবলীগের সভাপতি কামরুজ্জামান মুন্সি কাকন, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু, যুবলীগ নেতা সায়েম খান, মনির হোসেন, নূরে আলম, শরীফ মজুমদার, আমির হোসেন, মামুন, জিসান আহম্মেদ, মোঃ নাঈম হোসেন, জিহানসহ যুবলীগের নেতা-কর্মীরা।
এদিকে নারায়ণপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সানোয়ার হোসেন শাওন মুন্সির নেতৃত্বে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি সকাল ৯টায় নারায়ণপুর ডিগ্রি কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণপুর পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা।