মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০১:০৬

ফরিদগঞ্জ লেখক ফোরামের আয়োজনে রস ও সংগীত সন্ধ্যা

সুন্দর সমাজ বিনির্মাণে অর্থনীতির চেয়ে সংস্কৃতি অধিক শক্তিশালী

-----মোতাহার হোসেন পাটোয়ারী

নুরুল ইসলাম ফরহাদ
সুন্দর সমাজ বিনির্মাণে অর্থনীতির চেয়ে সংস্কৃতি অধিক শক্তিশালী
ফরিদগঞ্জ লেখক ফোরামের বার্ষিক রস ও সংগীত সন্ধ্যায় অতিথি এবং সদস্যরা ভোজন করছেন।

সাহিত্য ও সামাজিক সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরামের আয়োজনে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে স্মরণ করার মধ্য দিয়ে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে রস ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিআইপি মোতাহার হোসেন পাটোয়ারী।

শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত আইফা মিলনায়তনে এ আয়োজনে গাছ থেকে নামানো টাটকা খেজুরের রস ও পায়েসের অন্যান্য উপাদান নিয়ে উপস্থিত হন সংগঠনের সদস্যবৃন্দ। সন্ধ্যা থেকেই লাকড়ির চুলায় প্রস্তুতি শুরু হয় রসের নাশতা তৈরির কাজ। খেজুর রসের পায়েসের মৌ মৌ ঘ্রাণে ধীরে ধীরে সেখানে উপস্থিত হতে থাকে লেখক, সংস্কৃতি কর্মীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে মোতাহার হোসেন পাটোয়ারী বলেন, ফরিদগঞ্জ লেখক ফোরাম উপজেলার একটি পুরোনো সংগঠন। সংগঠনটি শত প্রতিকূলতাকে মাড়িয়ে দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে আসছে। অপসংস্কৃতি দূর করতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুন্দর সমাজ বিনির্মাণে অর্থনীতির চেয়ে সংস্কৃতি অধিক শক্তিশালী এবং দ্রুতগামী। টাকা দিয়ে একটি সমাজের সংস্কৃতি যত সময়ে পরিবর্তন করা যায়, সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে তার অর্ধেক সময়ে তা বাস্তবায়ন করা সম্ভব। সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি কেএম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদ আহমেদ রিপন, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ফরিদগঞ্জ কলেজের সাবেক শিক্ষক প্রফেসর লোকমান প্রমুখ।

রসের পায়েস খাওয়া এবং সংগীত সন্ধ্যা পূর্ববর্তী একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেটি ছিলো বর্তমান কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সাধারণ সভা। সেখানে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনার ফাঁকে ফাঁকে রাঁধুনি সদস্যরা মেতে উঠেন রসের পায়েস তৈরিতে। পরে সাধারণ সভা শেষে সকলেই শীতকালের অন্যতম পছন্দের খাবার রসের নাশতা খাওয়ায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আবদুল মতিন, ফরিদগঞ্জ লেখক ফোরামের সহ-সভাপতি হুমায়ুন কবির, কার্যনির্বাহী সদস্য ফরিদ আহমেদ মুন্না, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, সাবেক সভাপতি পাভেল আল ইমরান, ফাতেমা আক্তার শিল্পী, সাবেক সাধারণ সম্পাদক জহির আহমেদ সাজিদ, সাহেদ বিন তাহের, দপ্তর সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, সমাজকল্যাণ সম্পাদক টিটু হোসেনসহ সদস্যবৃন্দ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়