প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৯:৪০
কুমিল্লায় রাঙা প্রভাতের একক সংগীত সন্ধ্যা 'সুরের খেয়া'

কালিপদ মেমোরিয়াল কালচারাল একাডেমীর একটি নান্দনিক শিল্পীগোষ্ঠী রাঙা প্রভাতের আয়োজনে শনিবার সন্ধ্যায় কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত হয় বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার ইমরান মাসুদের একক সংগীত সন্ধ্যা 'সুরের খেয়া'।
|আরো খবর
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও গীতিকবি ডাক্তার মৃণাল কান্তি ঢালী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল আইচ, উদযাপন পর্ষদের আহ্বায়ক জাহিদুর রহমান মামুন ও সদস্য সচিব অনামিকা দেব।