প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশন
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার সামাজিক সংগঠন নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশন। ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টায় নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে তৈরিকৃত অস্থায়ী শহিদ মিনারে সংগঠনের সভাপতি এ.এস.এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইমন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মামুন পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন পাটোয়ারী, সদস্য ইব্রাহিম পাটোয়ারীসহ সংগঠনের সদস্যরা।