প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মতলব উত্তর
মতলব উত্তরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি বুধবার পালিত হয়েছে। মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মতলব উত্তর উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মতলব উত্তর থানা, উপজেলা স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলার আশপাশের স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধাঞ্জলি কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও কালোব্যাজ ধারণ ও প্রভাতফেরি বের করা হয়।
মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী মনির হোসেন খান, আইসিটি প্রোগ্রামার শাহজাহান মিয়া, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাজান প্রধান প্রমুখ।
বক্তারা বলেন, মাতৃভাষা সৃষ্টিকর্তার দান। তাই কোনো ভাষাকে অবজ্ঞা করা যাবে না। মাতৃভাষাকে ভালোবাসতে হবে, মর্যাদা দিতে হবে এবং সকল ক্ষেত্রে মাতৃভাষা চর্চায় এগিয়ে আসতে হবে। মাতৃভাষা চর্চা বা ব্যবহারে ধর্মের সঙ্গে কোনো সাংঘর্ষিকতা নেই। আসলে মাতৃভাষাকে আমাদের মননে স্থান দিতে হবে।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।