প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়
মতলব দক্ষিণের ঐতিহ্যবাহী মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় বিদ্যালয় মাঠে শহীদ মিনার প্রাঙ্গণে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে প্রভাত ফেরি শেষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হোসাইন আহম্মেদ কচি, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক/শিক্ষিকা। পরে একে একে বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দেন। সকাল সাড়ে ৯টায় শুরু হয় আলোচনা সভা।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হোসাইন আহম্মেদ কচির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাজী শহীদুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ ছাখাওয়াত উল্লাহ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম হাজরা, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মোঃ রবিউল ইসলাম রবিন প্রধান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন প্রধান ও মোঃ মোস্তফা গাজী। আরো বক্তব্য রাখেন মতলব পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন হাজরা, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল পাটোয়ারী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা আবু সুফিয়ান।