মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

নারায়ণপুর ডিগ্রি কলেজ

মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥
নারায়ণপুর ডিগ্রি কলেজ

নারায়ণপুর ডিগ্রি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস পালন করা হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, প্রভাতফেরি, কলেজের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভাষা দিবসের দেয়ালিকা উদ্বোধন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে প্রভাতফেরি, শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং দেয়ালিকা উদ্বোধন করা হয়।

দ্বিতীয় পর্বে কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়। অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রশিদ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য ও আমেরিকা প্রবাসী মোঃ সোলায়মান প্রধান, গভর্নিং বডির সদস্য মোঃ রাশেদ খান প্রমুখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ আব্দুল লতিফ প্রধান, উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিনসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী লাইব্রেরিয়ান মুহাম্মদ আরিফ বিল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়