প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে চাঁদপুর কেন্দ্রিয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, কবি ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, মীরা রায় চৌধুরী, সভাপতি মুক্তা পীযূষ, সহ-সভাপতি কেএম মাসুদ, উজ্জ্বল হোসাইন, আয়েশা আক্তার রূপা, সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস, যুগ্ম সম্পাদ মুহাম্মদ ফরিদ হাসান, প্রত্ন পীযূষ, প্রখর পীযূষসহ সংগঠনের শিল্পীবৃন্দ।