শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০

বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামে প্রতিষ্ঠিত বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমিতে যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার একাডেমির মিলনায়তন ও মাঠে ক্রীড়া, চিত্রাংকন, আবৃত্তি, সঙ্গীত ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এই মহান বিজয় দিবস পালিত হয়েছে। একাডেমির অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ইংরেজি বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক আবু সালেহ্, সঙ্গীত বিষয়ের প্রভাষক চয়ন সাহার সঞ্চলনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী রাজনীতিবিদ মৈশাদী ইউপির নবনির্বাচিত চেয়াম্যান ও একাডেমির নির্বাহী কমিটির সদস্য মোঃ নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এমদাদুল হক, নির্বাহী কমিটির সদস্য মোঃ মহসিন, নবম শ্রেণির ছাত্র মাসুম বিল্লাহ রাকি, অষ্টম শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তার, সানজেদা চৌধুরী ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মিছবাহুল হাসান। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার স্বরূপ বই প্রদান করা হয়। সর্বশেষ স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শেষ করা হয়। একাডেমির নির্বাহী কমিটির সদস্য, অভিভাবক, সকল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করে অনুষ্ঠানগুলোকে প্রাণবন্ত করে তোলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়