বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ টিসিবির পণ্য জব্দ

নুরুল ইসলাম ফরহাদ ॥
ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ টিসিবির পণ্য জব্দ

ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে ককটেল, সরকারি কম্বল ও ভিজিডি চাল, টিসিবির চাল, ডাল, তেল ও চিনি জব্দ করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল ওই চেয়ারম্যানের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় চেয়ারম্যানের মালিকানাধীন একটি গুদামঘর থেকে ৫০ পিচ ককটেল, সরকারি ২২০ পিচ কম্বল, ভিজিডির ৯০০ কেজি চাল, টিসিবির ১২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চিনি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে জব্দকৃত মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের হেফাজতে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, স্থানীয় বাজার ব্যবসায়ী আব্দুল কাদিরসহ স্থানীয় বাসিন্দাসহ আরো অনেকেই বলেন, চেয়ারম্যান শরীফ খান সরকারি মালামাল সঠিকভাবে বন্টন না করে নিজেই আত্মসাৎ করতো। সরকারি চাল তার মাছের খামারে ব্যবহার করে ও ডাল, তেল, চিনি চেয়ারম্যানের হোটেলে ব্যবহার করে। কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ও মারধর করা হয়।

এ সময় সেনাবাহিনীর সার্জেন্ট সাঈদ হোসেন, স্থানীয় ইউপি সচিব রাবেয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক হাসান, আব্দুল্লাহ আল নোমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মুঠোফোনে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়