প্রকাশ : ২৫ মে ২০২৪, ০০:০০
ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট-২০২৪
৭ সদস্যের চাঁদপুর ক্লাব টেনিস টিমের অংশগ্রহণ
ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট-২০২৪-এ অংশ নিয়েছে সাত সদস্যের চাঁদপুর ক্লাব টেনিস টিম। ২৪ মে শুক্রবার থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী এ টুর্নামেন্ট, শেষ হবে ২৭ মে। ভেন্যু ঢাকা ক্লাব টেনিস কোর্ট ও রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স কোর্ট।
নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে চাঁদপুর ক্লাব, ঢাকা ক্লাব গ্রীন, ঢাকা ক্লাব রোড, ঢাকা অফিসার্স ক্লাব, গুলশান ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, পার্লামেন্ট ক্লাব, ডক্টরস ক্লাব ও পুলিশ ক্লাবসহ মহানগর এবং জেলা পর্যায়ের ৩০টি ক্লাবের ২০৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রথম ম্যাচে চাঁদপুর ক্লাব আর্মি ক্লাবের মুখোমুখি হয়।
চাঁদপুর ক্লাব টেনিস দলের প্লেয়াররা হলেন- শেখ মনির হোসেন বাবুল, সফিউদ্দিন আহমেদ, বশির আহমেদ খান রিপন, ফারুক আহমেদ মৃধা, বিএম হারুনুর রশিদ, শরীফ মোঃ আশরাফুল হক ও অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ।
শুক্রবার সকাল ৯টায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান (পুটন)।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের টেনিসের উন্নতিতে ঢাকা ক্লাবের অনেক ভূমিকা রয়েছে। শুরু থেকে জনপ্রিয় এই খেলার পাশে রয়েছে ঢাকা ক্লাব। এ টুর্নামেন্ট শেষ হলে পরে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে আমরা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের আয়োজন করবো।
অনুষ্ঠানটি পরিচালনা ও স্বাগত ভাষণ প্রদান করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহজাদা এ হামিদ সাদ। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ আলী দ্বীন, টেকনিক্যাল ডিরেক্টর আব্দুল্লাহ জামিল মতিন (জনি), ২য় ডিরেক্টর ফিনান্স মজিবর রহমান মৃধা, টুর্নামেন্ট কমিটির মিসেস সাবরিনা সাদেক, সিদ্দিক হোসাইন রনি, খন্দকার মুস্তান প্রমুখ।
এছাড়াও ঢাকা ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য, টেনিস সাব-কমিটির সদস্য ও অন্যান্য সদস্য এবং অংশগ্রহণকারী ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়বৃৃন্দ, সুধীজন ও ক্লাবের কর্মকর্তা/ কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা ক্লাব লিমিটেড বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং ১১৩ বছরের প্রাচীনতম সামাজিক ক্লাব। ঢাকা ক্লাবের সাথে দেশের বিভিন্ন ক্লাবের রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়া একটি ব্যাপক ভূমিকা পালন করে আসছে।
খেলাধুলার সুদূরপ্রসারী ভূমিকার কথা ভেবেই ঢাকা ক্লাব আয়োজন করেছে ‘ডিসিএল প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট ২০২৪’। টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন ঢাকা ক্লাব কর্তৃপক্ষসহ ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ।