রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০

শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তির নামজারি খতিয়ান সম্পন্ন

শাহরাস্তি ব্যুরো ॥
শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তির নামজারি খতিয়ান সম্পন্ন

শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তির নামজারি খতিয়ান সম্পূর্ণ হয়েছে। ২৩ এপ্রিল দুপুরে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী উক্ত নামজারি খতিয়ানটি শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন ও সাংবাদিক হাসান আহমেদ বাবলু। এ সময় সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরী বলেন, আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। কোন সেবা গ্রহিতা যাতে হয়রানি শিকার না হয় সেই দিক মাথায় রেখে আমি সেবা দিতে চেষ্টা করি। শাহরাস্তি প্রেসক্লাবের কাজটি করে দিতে পেরে আমি আনন্দিত।

নামজারি খতিয়ান হাতে পেয়ে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল বলেন, আজ আমরা গর্ব করে বলতে পারি শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব স্থান হয়েছে। এ কাজটি করতে গিয়ে যাদের সহযোগিতা পেয়েছি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রেসক্লাবের উন্নয়নে সবসময়ই আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়