শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০

খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের দাবিতে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি ॥
খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের দাবিতে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি

অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুড গ্রেডবিহীন ড্রামে ভোজ্য তেল বিক্রি বন্ধে ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২৩ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় শহরের শপথ চত্বর মোড়ে মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারেফ হোসেন।

এ সময় বক্তারা বলেন, ভোজ্য তেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন ২০১৩ অনুযায়ী ভিটামিনের এ সমৃদ্ধকরণ ব্যতীত বাজারজাতকরণ দণ্ডনীয় অপরাধ। ভোজ্য তেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ বিধিমালা ২০১৫ অনুযায়ী সকল ভোজ্য তেলে নির্ধারিত মাত্রায় ভিটামিন এ সমৃদ্ধকরণ বাধ্যতামূলক।

সাম্প্রতিক গবেষণায় বলছে গ্রামে বাজারজাতকৃত ৫৯ শতাংশ ভোজ্য তেল ভিটামিন এ সমৃদ্ধ নয়, ৩৪ শতাংশ ভোজ্য তেলে সঠিক মাত্রায় ভিটামিন এ নেই। গ্রামের অনিরাপদ ভোজ্য তেল ব্যবহারের কারণে মানুষের মধ্যে নানা অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে।

বক্তারা আরো বলেন, বক্তাদের জন্য নিরাপদ ভোজ্য তেল চাই। খোলা ভোজ্য তেল বাজারজাতকরণ দ্রুত বন্ধ করতে হবে। রিফাইনারী থেকে লেবেল যুক্ত ফুড গ্রেড কন্টেইনারে ভোজ্য তেল সরবরাহ করতে হবে।

তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, প্যাকেটজাত তেল ছাড়া যেন কোনোভাবে খোলা তেল বিক্রি করা না হয়। সয়াবিনের নামে কোনভাবেই পামওয়েল তেল বিক্রি করা যাবে না। খোলা ভোজ্য তেল স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। আসুন আমরা সবাই খোলা ভোজ্য তেলকে না বলি। লেভেলবিহীন খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধ করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল সাহা, সনাক চাঁদপুরের সভাপতি রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, জেলা ক্যাবের দপ্তর সম্পাদক বিপ্লব সরকার ও ব্যাংকার মুজিবুর রহমান।

মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেন ক্যাব নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়