প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০
আশরাফপুর কাজী বাড়িতে দুর্ধর্ষ চুরি
কচুয়া উপজেলার আশরাফুর ইউনিয়নের আশরাফপুর নতুনবাজার সংলগ্ন কাজী বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ২২ এপ্রিল সোমবার ভোররাত অনুমান ৩-৪টার দিকে কাজী আলহাজ্ব হাবিবুর রহমানের ঘরে এ ঘটনাটি ঘটে। তিনি জানান, আমার পরিবারের লোকজন কুমিল্লা এবং প্রবাসে বসবাস করে। আমিও কুমিল্লায় বসবাস করি এবং সপ্তহে ২/৩দিন বাড়িতে এসে থাকি। রোববার বিকেলে কুমিল্লা বাসায় চলে যাবার পর দিবাগত রাত অনুমান ৩-৪ টার দিকে বাড়ির সামনে লাগানো সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে গেইটের এবং মেইন দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোর চক্র। চোর চক্র ঘরের একাধিক স্টিল আলমিরা এবং সিন্দুক ভেঙ্গে আমার মায়ের ৪-৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ডেবিট কার্ডের কাগজপত্র ও ড্রয়ার থেকে নগদ ৩-৪ হাজার টাকা নিয়ে যায়। এছাড়াও আলমিরাতে থাকা প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্য মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখে। সোমবার সকালে আমার বাড়ির প্রতিবেশী কাজী জহিরুল ইসলাম ঘটনাটি আমাকে জানালে আমি কুমিল্লা থেকে বাড়িতে এসে উল্লেখিত ক্ষয়ক্ষতি দেখতে পাই। কচুয়া থানা পুলিশ ঘটনাটির খবর পেয়ে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সরজমিনে এসে পরিদর্শন করেন। এ ব্যাপারে কাজী হাবিবুর রহমান কচুয়া থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান।