প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
চান্দ্রা বাজারের আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের প্রতারণা
ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের ঝন্টু ক্রেতাদের সাথে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, এ দোকানে দধি ও রসমালাই ওজনে কম দেওয়া হয়, পুরানো মিষ্টি বিক্রি করা হয়। পুরনো মিষ্টির সিরা, পুরানো তেল ও পুরানো ময়দার খামির ব্যবহার করা হয়ে থাকে। তিনি এভাবে অনিয়ম করে বেচা-বিক্রি করে যাচ্ছেন। তার দোকান থেকে এক ক্রেতা দধি কিনে বাড়িতে নিয়ে দেখেন দধিতে সাদা কিরা (পোকা)। পরে তিনি দধি এনে ফেরত দিয়ে যান। অনেক ক্রেতা জানান, তার দোকান থেকে দধি ও রসমালাই কিনে অনেকে প্রতারিত হয়েছেন। এমনকি তিনি পুরানো মিষ্টি, ভাজি ও চায়ের লিকার গরম করে আবার বিক্রি করে থাকেন। আমরা এ ব্যাপারে প্রশাসনের আশুদৃষ্টি কামনা করছি।