প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
আজ সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের মাতা শোভা রাণী দাসের ৫ম মৃত্যুবার্ষিকী
দৈনিক চাঁদপুর দর্পণের বার্তা সম্পাদক, সাপ্তাহিক ‘মতলবের জনপদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটাঃ শ্যামল চন্দ্র দাসের মাতা ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রাক্তন পরিবার কল্যাণ সহকারী শোভা রাণী দাসের ৫ম মৃত্যুবার্ষিকী আজ ২১ এপ্রিল পালিত হবে। এই উপলক্ষে ধর্মীয় নিয়মানুুযায়ী নিজ বাড়িতে ও মতলব শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
স্বর্গীয় শোভা রাণী দাসের স্বামীর নাম স্বর্গীয় নৃপেন্দ্র চন্দ্র দাস (প্রাক্তন ইউপি সদস্য)। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের প্রাক্তন এফপিআই। শোভা রাণী দাসের ২ ছেলে ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। তাঁর গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকন্দি গ্রামে। স্বর্গীয় শোভা রাণী দাসের আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন পরিবারের পক্ষ থেকে ছোট ছেলে অজিত কুমার দাস।
উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল ভোর সাড়ে ৩টায় তাঁর নিজ গ্রামের বাড়িতে শোভা রাণী দাস পরলোকগমন করেন।