প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
প্রবাসীর ভাড়াবাসায় দিনের বেলা দুর্ধর্ষ চুরি
চাঁদপুর শহরের পালবাজারে বড় মুদির দোকানে চুরির ঘটনার রেশ না কাটতেই এবার বিষ্ণুদী ব্যাংক কলোনী মোড়ে আব্দুর রহমান ভিলা নামক ফ্ল্যাট বাড়ির ভাড়াটিয়া এক প্রবাসীর ঘরে দিনের বেলা চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে ওই বাড়ির কুয়েত প্রবাসীর ফ্ল্যাটের দরজার তালা ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে এবং সবকিছু তছনছ করে আলমিরা থেকে নগদ বিশ হাজার টাকাসহ প্রায় ছয় ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘটনার সময় প্রবাসীর স্ত্রী তার বাবা অসুস্থ বলে তাকে দেখতে বাসার বাইরে ছিলেন। আশেপাশে সিসি ক্যামেরায় চুরির ঘটনা রেকর্ড থাকতে পারে স্থানীয়রা মনে করছেন। এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত।