রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০

বাগাদীতে ছেলে কর্তৃক বাবা-মাকে মারধর

সোহাঈদ খান জিয়া ॥
বাগাদীতে ছেলে কর্তৃক বাবা-মাকে মারধর

চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামে ছেলে কর্তৃক বাবা-মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার। জানা যায়, বাগাদী চৌরাস্তা বাজার সংলগ্ন বাগাদী গ্রামের তাজল ইসলামের বড় ছেলে বিল্লাল হোসেন তার বাবা, মা ও বোনকে মারধর করে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, বিল্লাল হোসেন প্রায় বাড়িতে এসে ঝগড়া করে থাকে। ঘটনার দিন সে ক্ষিপ্ত হয়ে তার বাবা তাজল ইসলাম, মা রেহেনা বেগম ও বোন লিজা বেগমকে মারধর করে। বিল্ডিং নির্মাণ করার ১ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে রাতেই তার ছোট ছেলেকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। মারধরের ঘটনায় তার মা রেহেনা বেগম চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে রেহেনা বেগম বলেন, আমার বড় ছেলে বিল্লাল হোসেন একটি কথাকে কেন্দ্র করে আমাকে, আমার স্বামীকে ও আমার মেয়েকে মারধর করে। এ ঘটনায় আমি আমার ছেলে বিল্লাল হোসেনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়