প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
করিম পাটওয়ারী বাড়ি মসজিদ ও কবরস্থানে হামলার প্রতিবাদে মানববন্ধন
চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল করিম পাটওয়ারী বাড়ির মসজিদ ও কবরস্থানে হামলার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা শহরের তালতলা এলাকায় পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সামনে মানববন্ধন করেছে এলাকার সচেতন মানুষ ও মুসল্লিরা।
মানববন্ধনে পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব ও ইমাম এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন।
মানববন্ধনে থাকা ক্ষুব্ধ এলাকাবাসী জানান, চাঁদপুর বাসস্ট্যান্ডে একটি চক্র আধিপত্য বিস্তার করার জন্যে ওদের এত দুঃসাহস চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা করে। মসজিদ, কবরস্থান ভাংচুর করে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।