প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে জমকালো আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ফরিদগঞ্জে জমকালো আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১১ এপ্রিল উপজেলার পশ্চিম আলোনিয় উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী মুন্সি বাড়ির তরুণ সমাজের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়। যাতে আগামীতে সকল কিছু ভুলে সকলে মিলে এক হয়ে সমাজ উন্নয়নে কাজ করা যায় এ প্রত্যয়কে সামনে রেখে অনুষ্ঠান পরিচালনা করা হয়।
উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, হাবিবুর রহমান, মামুনুর রশিদ শাকিল, টোকন পাটওয়ারী, মাইন উদ্দিন পাটওয়ারী, আশিক ইকবাল তানভীর, মাহমুদুর রশিদ তানহা, তাহাছিনুর রশিদ, সৈয়দ আহাম্মদ ভূঁইয়া, রুহুল আমিন ভূঁইয়া, মাসুদুর রহমান, স্বপন, গিয়াস পাটওয়ারী, খোকন পাটওয়ারী, টিপু সুলতান, আরিফ পাটওয়ারী, সজিব পাটওয়ারী, তুহিন পাটওয়ারী, আনিসুর রহমান পাটওয়ারীসহ আরো অনেকে।
এ অনুষ্ঠানে ছেলেমেয়ে ও শিশু থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষের মিলনস্থলে পরিণত হয়। অনুষ্ঠানে সকলের জন্যে বিভিন্ন ধরনের খেলাধুলা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকবৃন্দ। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকবৃন্দ।