রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে পূর্বের শত্রুতার জের ধরে হামলা ভাংচুর ॥ আহত ৪

ফরিদগঞ্জ প্রতিনিধি ॥
ফরিদগঞ্জে পূর্বের শত্রুতার জের ধরে হামলা ভাংচুর ॥ আহত ৪

ফরিদগঞ্জে পূর্বের শত্রুতার জের ধরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের ৪ জন গুরুতর আহত হয়েছে। আহত কজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে চাঁদপুর আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চররামপুর গ্রামের গাজী বাড়িতে।

সরজমিনে গিয়ে জানা যায়, ১৭ এপ্রিল বুধবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে ৬-৭ জন মিলে বোরহান গাজীর স্ত্রী রাজিয়া সুলাতানার (৪১) উপর হামলা করে। এ সময় তার ডাকচিৎকার শুনে তার মেয়ে তাজনুর মেহের তিথি (১৮) ও ছোট ভাই ফাহিম (৫) আসলে তাদের উপরও তারা হামলা করে। এ সময় তাদের হাত থেকে ১৬ মাসের শিশু ফাওজিয়াও রক্ষা পায়নি বলে অভিযোগ উঠে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজিয়া সুলতানাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

বোরহান গাজীর স্ত্রী রাজিয়া সুলতানা বলেন, আমি পুকুরঘাটে বসে মোবাইল দেখতেছিলাম। এ সময় পাশের ঘরের নাজমুন, সজিব, দেলোয়ার, সুজন ও ইমাম হোসেনসহ ৬-৭ জন আমার উপর হামলা করে। আমি কিছু বুঝে উঠতে না পেরে চিৎকার দিলে আমার মেয়ে ও ছোট ছেলে আসলে তাদের উপরও তারা হামলা করে। আমার চোখের উপরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং আমার শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করে। কেনো তারা মারধর করেছে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সাথে তাদের পূর্ব থেকে শত্রুতা রয়েছে। তার প্রতিশোধ নিতে তারা আজ পরিকল্পনা করে আমাদের উপর হামলা করে এবং আমাদের ঘর ভাংচুর ও ঘরে থাকা নগদ টাকা মোবাইল ফোন নিয়ে যায়। আমি এর বিচার চাই।

এ বিষয়ে সুজন, নাজমুন, সজিব ও দেলোয়ার বলেন, সে পুকুরঘাটে বসে মোবাইল দিয়ে আমাদের ভিডিও ধারণ করতেছিলো। তাকে এ বিষয়ে নিষেধ করলে সে আমাদের উপর হামলা করে। পরে আমরা তার উপর হামলা করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়