রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০

মতলবে খোলা স্থানে টয়লেটের ময়লার দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলবে খোলা স্থানে টয়লেটের ময়লার দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

মতলব পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের মোবারকদী গ্রামে বসতঘর ও কবরস্থান সংলগ্ন খোলা স্থানে টয়লেটের ময়লার দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে ১৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নাজমা বেগম।

নাজমা বেগম জানান, তার প্রতিবেশী মোবারকদী গ্রামের আব্দুস ছাত্তার মিজির ছেলে স্বপন মিজি দীর্ঘদিন যাবৎ খোলা স্থানে বসতঘর ও কবরস্থান সংলগ্ন এলাকায় টয়লেটের ময়লা ফেলছে। যার ময়লা ছড়িয়ে-ছিটিয়ে দুর্গন্ধের সৃষ্ট হচ্ছে। এতে বিভিন্ন পেটের অসুখসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে তারা। স্বপন মিজিকে বিভিন্ন সময়ে বলা সত্ত্বেও তিনি কারো কথা শুনছেন না। অভিযোগকারীকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক এলাকাবাসী জানান, তাদের টয়লেটের ময়লাগুলো খোলা স্থানে পড়ছে। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়া মশা ও মাছির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি আমরা। প্রশাসনিক ব্যবস্থা নেয়া প্রয়োজন।

স্বপন মিজি জানান, যৌথভাবে আমি ও আমার ভাইয়ের পরিবার টয়লেটটি ব্যবহার করছি। অতি শীঘ্রই ময়লা দুর্গন্ধ যাতে না ছড়ায় সে ব্যবস্থা করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়