প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
মতলব উত্তর উপজেলায় সাত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ ৮ মে। এই ধাপে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ এপ্রিল সোমবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো।
চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান এমএ কুদ্দুস, গাজী মুক্তার হোসেন ও মোঃ মানিক দর্জি।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন : রিয়াজুল হাসান, আসাদুজ্জামান ও সামিন হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন লাভলী চৌধুরী। তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী। সব কিছু ঠিক থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ হবে ৮ মে।