প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী এখলাসপুর থেকে অচতেন অবস্থায় উদ্ধার
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোঃ রিদন হাসানকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় গতকাল ১৫ এপ্রিল ফজরের নামাজের পর মতলব উত্তর উপজেলার এখালাসপুর এলাকায় পুকুরের পাড় থেকে উদ্ধারের খবর পাওয়া গেছে। মোঃ রিদন হাসান মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নাগদা গ্রামের আরব আলী প্রধানীয়া বাড়ির মোঃ খোকন প্রধানের ছেলে। সে নারায়ণপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় অভিযোগ করার কোনো খবর পাওয়া যায় নি।
পারিবারিক সূত্রে জানা যায়, রিদন হাসান ১৪ এপ্রিল বিকেলে মাথার চুল ছোট করা এবং পাঞ্জাবি চাপানোর জন্যে স্থানীয় নারায়ণপুর বাজারে যাওয়ার পর নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রিদনের ছবি মোবাইল নম্বরসহ ফেসবুকে ছেড়ে দেয়া হয়। এরই সূত্র ধরে রিদন হাসানকে ফিরে পায় বলে জানান রিদন হাসানের বাবা মোঃ খোকন প্রধান।
রিদন হাসানের মা রানু বেগম জানান, ১৫ এপ্রিল ফজরের নামাজের পর মতলব উত্তর উপজেলার এখলাসপুর গ্রামের দুইজন বয়স্ক মুসল্লি হাঁটতে বের হলে তারা একটি পুকুরের পাড়ে হাত-পা বাঁধা অবস্থায় রিদনকে দেখতে পান। তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তাদের সহযোগিতায় এখলাসপুরের মরাদন হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এরপর ফেসবুকের ছবির সাথে মিলিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের ছেলেকে নিয়ে আসি। তিনি জানান, রিদন হাসান এখন চেতনা ফিরে পেয়েছে, তবে কথা বলতে পারে না।
এক প্রশ্নের জবাবে রিদন হাসানের মা রানু বেগম বলেন, আমার ছেলে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আগে সে সুস্থ হয়ে উঠুক তারপর তার থেকে বিস্তারিত জেনে প্রশাসনিক সহযোগিতার বিষয়টি বিবেচনা করবো।