প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
জেলা বিএনপি সভাপতির ঈদ-শুভেচ্ছা বিনিময়
দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী দল-বিএনপির চাঁদপুর জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায় করার পর শহরের নিজ বাসভবনে দিনভর শত শত নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে ঈদ শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়েছে। আজকে দেশে গণতন্ত্র নেই, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গৃহবন্দি অবস্থায় আছেন। প্রকারান্তরে বাংলাদেশই বন্দি অবস্থায় আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাসিত। দেশনেত্রী খালেদা জিয়াকে আমাদের মুক্ত করতে হবে, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে। আমাদের গণতান্ত্রিক আন্দোলন বিফলে যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতির মাঠে থাকতে হবে।
এ সময় চাঁদপুর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।