রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সমাজকল্যাণমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার ॥
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সমাজকল্যাণমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি তাঁর নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

ঈদের পরদিন শুক্রবার রাতে মন্ত্রীর চাঁদপুর শহরস্থ বাসভবনে নেতা-কর্মীরা তাদের প্রিয় নেত্রী ডাঃ দীপু মনিকে কাছে পেয়ে ছবি তোলেন, সেলফি তোলেন এবং আনন্দ-উচ্ছ্বাসে অবগাহন করেন।

ডাঃ দীপু মনি এমপি নৌকা প্রতীকে ভোট দিয়ে বারবার তাঁকে বিজয়ী করাতে চাঁদপুর সদর ও হাইমচরের জনগণকে এবং দলীয় নেতা-কর্মীদেরকে ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করে দেশবাসীর জন্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছেন। দরিদ্রতার হার কমিয়ে আনছেন। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করছেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, পিপি অ্যাডভোকেট রণজিত রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সায়েদুল ইসলাম বাবুসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়