প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা গুরুতর অসুস্থ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি প্রায় ১০দিন আগে প্রচণ্ড পেট ব্যথা নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। তিনি এখানে আইসিইউতে ভর্তি ছিলেন। পরে ডাক্তারের পরামর্শে তিনি ঢাকা যান। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি এখনো চিকিৎসাধীন আছেন। তিনি তাঁর শুভাকাঙ্ক্ষী সকলের কাছে দোয়া চেয়েছেন, যেনো সুস্থ হয়ে তিনি চাঁদপুরে ফিরে আসতে পারেন।