প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের ঈদ উপহার বিতরণ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে যুবলীগের অফিসে তিন সহস্রাধিক অসহায় লোকের মাঝে ঈদবস্ত্র ও সেমাই-চিনি বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর আবুল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য রাসেল মিয়াজীসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ঈদবস্ত্র বিতরণকালে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান শাহীন।