প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রধান শিক্ষকের আহ্বান
গত ১ এপ্রিল ২০২৪ খ্রিঃ শাহরাস্তি উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর ও নৈশ প্রহরীর শূন্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামাল আহমদকে জড়িয়ে একটি কুচক্রি মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, ভিত্তিহীন, মনগড়া, মিথ্যা ও কাল্পনিক এবং আমাদের জন্য মানহানিকর বক্তব্য প্রচার করে আসছে। তারা তাদের লেখায় কম্পিউটার শিক্ষক পদ উল্লেখ করেছে। প্রকৃতপক্ষে কম্পিউটার শিক্ষক পদে কোনো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সহকারী প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষক পদে লোক নিয়োগে আমি ও সভাপতির নাম উল্লেখ করে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তা আমি ও সভাপতির জন্য বিব্রতকর ও মানহানিকর। এতে করে বিদ্যালয়ের সুনামও ক্ষুণ্ণ হচ্ছে। এছাড়া নিয়োগ বোর্ডের কর্মকর্তাদের জন্যও বিব্রতকর ও মানহানিকর। প্রকৃতপক্ষে ওইদিনের নিয়োগ পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত ও প্রকাশ করেছেন নিয়োগ বোর্ডের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, নিয়োগ বোর্ডে কর্মকর্তা হিসেবে ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার, ডিজি প্রতিনিধি, মাননীয় জেলা প্রশাসকের প্রতিনিধি, মাননীয় সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাঁরা অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে উপস্থিত প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা গ্রহণ করেছেন, উত্তরপত্র মূল্যায়ন করেছেন ও তাৎক্ষণিক উপস্থিত প্রার্থীদের সম্মুখে ফলাফল ঘোষণা করেছেন। সেখানে আমি ও সভাপতির কোনরূপ হস্তক্ষেপ কিংবা প্রভাব বিস্তার করার প্রশ্নই আসে না।
এমতাবস্থায় যে সকল কুচক্রি মহল আমাদের ও বিদ্যালয়ের সুনামহানিকর বক্তব্য প্রচার করছেন তাদেরকে এরূপ হীন কর্মকাণ্ড হতে বিরত থাকার এবং ইতোমধ্যে প্রচারিত বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার অনুরোধ করছি। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবো।
মোঃ মোখতার হোসেন, প্রধান শিক্ষক, বিজয়পুর উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি, চাঁদপুর।
জিডি-১০২৫/২৪