রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০

কমিটি ঘোষণার পর পরই ২নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ককে লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার ॥
কমিটি ঘোষণার পর পরই ২নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ককে লাঞ্ছিত

চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড যুবলীগের কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ২নং ওয়ার্ডের ঘোষিত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম নজু হাওলাদারকে লাঞ্ছিত করেছে উক্ত ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীরা। ঘটনাটি ঘটেছে গত ৪ মার্চ সন্ধ্যায় পুরাণবাজার ২নং ওয়ার্ডের নতুন রাস্তার মোড় এলাকায়।

ঘটনার সূত্রে জানা যায়, ৪ মার্চ চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর আব্দুল মালেক শেখ স্বাক্ষরিত চাঁদপুর পৌরসভার ১, ২ ও ৭নং ওয়ার্ড যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার কিছুক্ষণ পরই ২নং ওয়ার্ড যুবলীগের নবগঠিত ও ঘোষিত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম নজু হাওলাদার পুরাণবাজার নতুন রাস্তার মোড়ে গেলে সেখানে ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা শাহাদাত হাওলাদারের নেতা-কর্মীদের সাথে নতুন আহ্বায়ক নজু হাওলাদারের বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা সেখানে তাকে লাঞ্ছিত করে তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। এ ঘটনা নিয়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হলে সিনিয়রদের উপস্থিতিতে ঘটনা নিয়ন্ত্রণে আসে।

অবশ্য এ ঘটনা নিয়ে উভয় গ্রুপের নেতা একে অপরকে দায়ী করে দোষারোপ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউই এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়