প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
চাঁদপুর আনন্দধ্বনির সাধারণ সভা
চাঁদপুরের সুসংগঠিত ও বৃহৎ সংগীত শিক্ষায়তন আনন্দধ্বনির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌর পাঠাগারে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মোশারেফ হোসেন মিরনের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক রফিক আহমেদ মিন্টুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মঈনুদ্দিন লিটন ভূঁইয়া, মির্জা জাকির, কবি ইকবাল পাভেজ, গোপাল সাহা, নুরে আলম পাটওয়ারী, রেজাউল করিম বিপ্লব, ক্ষমা বণিক, অনিমা পাল, ঝুমুর বিশ্বাস, লিটন দাস,অ াবু বকর সিদ্দিক, জয় দেবনাথ, নিবেদিতা দাস, অঙ্কিতা দাস, তমা, কাকলি দাস, তানিয়া শবনম প্রমুখ।
সভায় ১ বৈশাখ উদযাপনসহ আগামী বর্ষে সঙ্গীত কার্যক্রম ও বাস্তবায়ন নিয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।