প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে ইফতার মাহফিল
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী নিজ বাড়িতে এলাকাবাসী ও বিশিষ্ট লোকজনের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন। ৫ মার্চ শুক্রবার পৌর এলাকার ভাটিরগাঁওস্থ মেয়রের নিজ বাড়িতে অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদসহ বিশিষ্টজন এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বল্প পরিসরে আয়োজিত এই ইফতার মাহফিলে পৌরবাসী, ফরিদগঞ্জ উপজেলাবাসী, মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের জন্যে বিশেষ দোয়া করা হয়।