প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
মাছিমপুর ফাজিল মাদ্রাসার সভাপতি খাজে আহমেদ মজুমদার
ফরিদগঞ্জ উপজেলার মাছিমপুর ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাছিমপুর ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি হিসেবে তাকে নিয়োগ প্রদানের বিষয়টি জানানো হয়।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া মাছিমপুর ফাজিল মাদ্রাসার আমৃত্যু গভর্নিং বডির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদ অর্থাৎ ২০২৫ সালের ১১ এপ্রিল পর্যন্ত খাজে আহমেদ মজুমদারকে নিয়োগ প্রদান করা হয়।