প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
কচুয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নার্গিস ফুড প্যাভিলিয়ন কনফারেন্স রুমে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া শাখার সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস কবির, ইউআরসি ইন্সট্রাক্টর জাকির হোসেন, কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বেলা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আলাউদ্দিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।