প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
সাংবাদিকদের সম্মানে চাঁদপুর দিগন্তের ইফতার ও দোয়া
দৈনিক চাঁদপুর দিগন্তের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের নিচতলা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চাঁদপুর দিগন্ত ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাডঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক অ্যাডঃ ইকবাল-বিন-বাশার।
চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডঃ মোঃ শাহজাহান খান, আল আমিন মডেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর দিগন্তের যুগ্ম সম্পাদক আব্দুস শুক্কুর মস্তান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মনোয়ার কানন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কেএম মাসুদ, দৈনিক চাঁদপুর দিগন্তের সহকারী সম্পাদক ডাঃ ইমাম হোসেন সৌরভসহ বিভিন্ন পত্রিকার ও টেলিভিশনের সাংবাদিকবৃন্দ।