রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০

বাবার প্রতারণার বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ ছেলে

নিজস্ব প্রতিনিধি ॥
বাবার প্রতারণার বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ ছেলে

কচুয়ায় বাবার প্রতারণার বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেন ছেলে মুরাদ হোসেন। এমনি এক অভিযোগ পাওয়া গেছে কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামে। গত ২৭ মার্চ ছেলে মুরাদ হোসেন তার বাবা হাজী ছিদ্দিকুর রহমানকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুরাদের বয়স যখন ১০ বছর তখন তার মা মনোয়ারা বেগম মারা যান। বাবা হাজী ছিদ্দিকুর রহমান দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন। এলাকাবাসী মুরাদ হোসেনের ভবিষ্যতের কথা চিন্তা করে তার বাবা ছিদ্দিকুর রহমানের কাছ থেকে ২ শতক সম্পত্তি দলিলমূলে রেজিস্ট্রি করে দেয় মুরাদ হোসেনের নামে। পরবর্তীতে তার পিতা ছিদ্দিকুর রহমান গোপনে অন্যত্র উক্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে। সৎ মায়ের প্ররোচনায় বাবা সন্তানকে সম্পত্তি দিয়েও প্রতারণা করে ওই সম্পত্তি অন্যত্র বিক্রি করে দেয়ায় স্ত্রী-সন্তানকে নিয়ে বিচারের দাবিতে গ্রামের মোড়লদের দ্বারে দ্বারে ঘুরেও বিচার না পেয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ছেলে মুরাদ।

এ ব্যাপারে মুরাদ হোসেন জানান, আমার মায়ের মৃত্যুর পর বাবা ও সৎ মায়ের অত্যাচার ও অবহেলায় যুদ্ধ করে খেয়ে না খেয়ে এখন পর্যন্ত বেঁচে আছি। ওই সময়ে আমার উপর তাদের অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় গ্রামবাসী আমার বাবাকে বাধ্য করে আমার নামে ২ শতক সম্পত্তি রেজিস্ট্রি করে দেয়ার জন্যে। ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর বাবা হাজী ছিদ্দিকুর রহমান সাবেক ৮৩নং হালে ৯৯নং করইশ মৌজার মধ্যে সাবেক ১২৩নং বিএস ৪২৫নং খারিজি খতিয়ানে ১২৩/১নং দাগ সাবেক ২৩৭ দাগে হালে ১৭৫২ দাগে নাল মোয়াজ ৪৮ শতক সম্পত্তির অন্দোরে ২৫ তদান্দরে নাল মোয়াজ ৪শতক মুরাদ হোসেন এবং তার ভাই মুজাম্মেল হোসেন জনির নামে রেজিস্ট্রি করে দেয়।

তিনি আরো জানান, ২০২৩ সালে আমি উক্ত সম্পত্তিতে টিন দিয়ে বেড়া দিতে যাই। তখন এলাকার চাচা আব্দুর রশিদ এবং আলমের কাছ থেকে শুনতে পাই আমার বাবা এই সম্পত্তি করইশ গ্রামের খোকনের কাছে বিক্রি করে দিয়েছে। এ কথা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরস্পর শুনতে পারি আমার বাবা আমার স্বাক্ষর জাল করে উক্ত সম্পত্তি কাউছার আহমেদ (খোকন) এর কাছে বিক্রি করে দিয়েছে। বিষয়টি অবগত হয়ে গ্রাম্য মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরে কোনো সুরাহ না পেয়ে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ করি। অভিযোগের সংবাদ পেয়ে কাউছার আহমেদ খোকন, আলম, জাহাঙ্গীর মিয়া দলবল নিয়ে শনিবার বিকেলে আমাকে মারধর করে জমির সাইনবোর্ড ও বাউন্ডারি ভাংচুর করে।

অভিযুক্ত হাজী ছিদ্দিকুর রহমান জানান, আমার প্রথম সংসারের ছেলে মুরাদকে ২শতক জমি রেজিস্ট্রি করে দিয়েছি সত্য। কয়েক বছর পর মুরাদ আমার কাছে সেই ২ শতক জমি বিক্রি করে দেয়। আমি পরবর্তীতে কাউছার আহমেদ খোকনের কাছে এ সম্পত্তি বিক্রি করে দিয়েছি।

কাউছার আহমেদ খোকন জানান, আমি ছিদ্দিকুর রহমানের কাছ থেকে ২শতক সম্পত্তি ক্রয় করেছি। পরবর্তীকালে জানতে পারি ছিদ্দিকুর রহমান তার ছেলেকে এ ২ শতক জমি রেজিস্ট্রি করে দেয়ার পর ছেলে মুরাদ পুনরায় তার বাবাকে এ ২ শতক জমি ফেরত দিয়েছে। তারপর আমি এই জমি ক্রয় করেছি।

এ ব্যাপারে আলম, জাহাঙ্গীর মিয়া জানান, আমাদের আত্মীয়ের ক্রয়কৃত জমি আমরা দখলে নিয়েছি। মুরাদ হোসেনের উপর হামলার প্রশ্নই আসে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ জানান, মুরাদ হোসেন কর্তৃক সম্পত্তিগত সমস্যার একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে ডেকে শুনানি করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়