প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
আশেকে রাসুল আইনজীবী পরিষদ চাঁদপুরের ইফতার ও দোয়া
আশেকে রাসুল আইনজীবী পরিষদ চাঁদপুর জেলার ইফতার ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা দেওয়ানবাগ দরবার শরীফের আশেকে রাসুল মাওলানা নেছার উদ্দিন সিদ্দিকী।
বুধবার (৩ এপ্রিল) চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আশেকে রাসুল আইনজীবী পরিষদের কর্মকর্তা অ্যাডঃ রইসুর রহমানের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
সংগঠনের সিনিয়র সদস্য অ্যাডঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে মিলাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডঃ আতিকুর রহমান, ঢাকা দেওয়ানবাগ দরবার শরীফের আশেকে রাসুল হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, আশেকে রাসুল হাফেজ শফিক মোল্লা প্রমুখ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন, অ্যাডঃ মোক্তার আহমেদ অভি, অ্যাডঃ মাহবুব চিশতিসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।