শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০

জাটকা নিধন প্রতিরোধে ১০ জেলে আটক, ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥
জাটকা নিধন প্রতিরোধে ১০ জেলে আটক, ৫ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌপুলিশ। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ৫ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বুধবার (৩ এপ্রিল) ভোরে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর নামক স্থান থেকে মাছ ধরা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন : আনোয়ার হোসেন (৩৫), আব্দুল খালেক (১৯), মোঃ নিরব (১৫), মোঃ বিল্লাল হোসেন (১৪), আব্দুর রকমান (১২), মোঃ হাসান (২০), মোঃ সোহাগ (১৮), মোঃ জলিল (২১), মোঃ আব্দুস সোবাহান (১২) ও মোঃ ওয়াসিম (১৪)। এসব জেলেদের বাড়ি শরীয়তপুর ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

ওসি কামরুজ্জামান বলেন, আটক জেলেদের সাথে থাকা ১ হাজার ৭শ’ মিটার অবৈধ কারেন্ট জাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আটক ১০ জেলের মধ্যে ৫ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে মামলা এবং ৫ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়