রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০

মতলবে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥
মতলবে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মতলব বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২ এপ্রিল মঙ্গলবার দুপুরে মতল বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন এই অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন।

তিনি বলেন, আজকের বাজার তদারকি অভিযানে ইফতার সামগ্রীর মূল্য তালিকা না থাকায় জুরি ইসলাম আলাকের দোকান মালিককে দুই হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মেসার্স লিটন ট্রেডার্সের মালিককে চার হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় মহসিন ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা এবং সরকার ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় ফলের দোকান তদারকি করে মূল্য তালিকা প্রদর্শন করা এবং নায্যমূল্যে ফল বিক্রি করতে বলা হয়েছে। জুতা ও পোশাকের দোকানে অভিযান করে নির্ধারিত মূল্যের উপরে অধিক মূল্যের অযাচিত ট্যাগ না লাগানো এবং মুদি দোকান ও সবজির বাজার তদারকি করে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার সংরক্ষণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়