প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
চাঁদপুরস্থ হাজীগঞ্জ-শাহরাস্তি আইনজীবী কল্যাণ সমিতির ইফতার
চাঁদপুরস্থ হাজীগঞ্জ-শাহারাস্তি আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। ২ এপ্রিল মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আহসান হাবীব।
সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহাদাত হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল বিন বাশার, জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন বাহার, সেক্রেটারী আব্দুল লতিফ গাজী, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ শহীদুল্লাহ্ পাটোয়ারী, অ্যাডঃ আবুল কালাম আজাদ, অ্যাডঃ ওমর ফারুক টিটু, অ্যাডঃ ইমাম হোসেন টিটুসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।