প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মহান শহিদ দিবস উপলক্ষে চাঁসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেমিনার
ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা আন্দোলন এবং আমাদের জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য’ শীর্ষক সেমিনার কলেজের ভবন-০২ এর ৩১২নং কক্ষে ১৯ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান মিয়ার সভাপতিত্বে বিভাগের প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক মোঃ বিল্লাল হোসাইন। প্রাবন্ধিক ত্ার প্রবন্ধে বলেন, ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনের এক ঐতিহাসিক সফলতা ও অনুপ্রেরণা। ১৯৫২ থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে ভাষা আন্দোলন অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। ’৫২ সালে অঙ্কুরিত জাতীয়তাবাদ পরবর্তী আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিকশিত হয় এবং ১৯৭১ সালে পরিণতি লাভ করে দেশকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনে দিয়েছে। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালির জাতীয় জীবনকে করেছে গৌরবান্বিত। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।
সেমিনার শেষে সভাপতি আমন্ত্রিত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।