প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
পোলিং এজেন্ট মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্যে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি চাঁদপুর জেলার সদর উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্যে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, চাঁদপুর সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতসহ সংশ্লিষ্ট অংশীজন।
উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পোলিং এজেন্টদের দায়িত্ব-কর্তব্য ও অধিকার সম্পর্কে সম্যক ধারণা প্রদানের জন্যে এ কর্মশালার আয়োজন করা হয়।